কত উপহার, পাওয়া এ বেলায়-
সব যতনে, জমা রেখে যাই।
মূল্য তাদের, অমূল্য প্রায়-
তবু কিছুটা মেটাতে যে চাই!
হোক সে ছোট, শুভ কামনায়
অথবা ফুলেল, সুবাস মায়ায়
বিশাল ভুবন, এত চেতনায়
কারো বা স্মরণ মোর প্রাপ্তি বাড়ায়!
বাক্সকোণে এক জমানো ভুবন
দৃঢ় অচেতন স্মৃতি নাড়া দেয়
কারো বা দেয়াল, বিদ্ধ গগন
পুরনো মায়া মাথা চেপে নেয়!
এ বেলার ফাঁক, জীবন মেটায়
আস্তাকুঁড়েতে স্মৃতি যাবে যে বেলায়
মেটাতে চাওয়া সেই অমূল্য দায়-
মায়াভরা উপহার বোনে নিরালায়!