সাইরেন

বেপরোয়া লাল অ্যাম্বুলেন্স সাইরেন জ্বেলে
পথিকের তাজা উত্তাল স্রোতে, রুটিরুজি খেলে
ইশ্বর কিংবা যাযাবর হাহাকার দেখে হেসে ফেলে
রাস্তার জাল, শুধু বেসামাল, খোঁজে পরিত্রাণ।

কিছু ঠিকানায়, কিছু বাহানায়, স্বেচ্ছাচারীতা ভুলে
বিস্তর বটবৃক্ষটা হঠাৎ ওঠে মাথা তুলে
আর একবার যদি  চরকায় পাতা ঘোরে অনুকূলে
অন্দরমহলের প্রশস্ত পথে ছোড়ে তাজা আখ্যান।

হঠাৎ কখনো কাঁচা আলপথে
লন্ঠন জ্বেলে তার সাথে সাথে
স্বপ্নরা আসে কখনো পোড়াতে
ক্ষত কান্নার চেনা কোনো রাতে।
বিষমাখা ভোরে কাতরায় সুখ -ঘুমন্ত মুখে।

অ্যাম্বুলেন্সে সাইরেন বাজে, বোকা শ্বাস জুড়ে
রাস্তার গতি তুচ্ছ সাজে, মহাকালে ওড়ে
থমকে দাঁড়ালে রেশ থেকে গেল ভেঁজা প্রান্তরে
ইশ্বর কিংবা যাযাবর দিল হেসে,
চরকায় টান।