আমি তাকে ধরে রাখতে পারি নি,
সে আমার আত্মার অংশ হয়ে উঠেছিল
তা হওয়া সত্ত্বেও,
আমি তাকে আমার সমস্ত আলিঙ্গন দিয়েও
ধরে রাখতে পারিনি।
সে চলে গেল,
আমার অগোচরে,
নির্বিকারে, নির্দ্বিধায়, নিকষ আঁধারে আমায় রেখে,
এক ঝলমলে দিনে!
তার চলে যাওয়াটুকু আমার দেখা হয় নি।
এযেন অকস্মাৎ স্বপ্নের মতো
নিশ্চিহ্ন হয়ে যাওয়া।
আমি চিৎকার করে তাকে ডাকতে পারি নি,
বাঁধা দিতে পারিনি।
তার এই অকস্মাৎ নিশ্চিহ্নতায় নিশ্চুপ দাঁড়িয়েছিলাম
জানালার ধারে।
সে আমাকে এক আমৃত্যু অপেক্ষায় নিমজ্জিত রেখে গেল নির্বিকারে!