ভুল বানানে গল্পগুলো
দাঁড়িয়ে গেল, ভুলটা নিয়ে
একটু দূরে, জমাট ধুলো
নষ্ট স্মৃতি মুখ লুকিয়ে।
বোধ মিলিয়ে শব্দ খেলে
অন্তঃপুরের ভরদুপুরে
তিয়াস জাগা স্বপ্ন জ্বেলে
অচিন তারায় বসত করে!
ভুলটা ছুঁয়ে চলতে থাকা
সময় কোথায় শেষ হয়ে যায়?
ভয় জড়িয়ে পালাই একা
বাতাস আমার দ্বন্দ্ব ছড়ায়!
গল্পগুলো পায়ের ওপর
দম্ভ নিয়ে ছুটতে পারে
গল্পকারের শূন্য ভেতর
বর্ণ অভাব, অত্যাচারে!
ঘুণগুলো যে কাঠের বাহির
ঘাপটি মেরে লুকিয়ে হাসে
আমার মাটির নষ্ট ঘড়ির
দায় ফেলে যায় সর্বনাশে।
আমার আবার দ্বন্দ্ব কীসের?
শুধায় হঠাৎ ঘড়ির কাঁটা
মিথ্যা বোধের দায় পরানের
স্মৃতির ঝড়ে পড়লো ভাটা!
ভুল বেলাতে আলাপ জমায়
বোধ নাকি মোর সূর্য পোষে?
আমার শুধু ভুল হয়ে যায়
ভুল ভাঙানোর মুদ্রা দোষে!