বড় বিশ্বাস ছিল তার পরে
কে জানে? কোথা থেকে এলো অমন টান
সে বড় হবে অনেক, তারপরে…
জীবনে তার থাকবে না আকুঞ্চন!
মিথ্যা সত্য ভাবা হয় না
তারাদের দিন খুঁজে খুঁজে যাই
যা কিছু সত্য, আধিপত্যের তাড়না
অনুভূতি ভুলে পথে হারাই!
বড় মানুষের দেহে ওই শিশুর বসবাস
তা জানতে দেয় না বোদ্ধা আখ্যান!
কেড়ে নেওয়া হয়, নিভৃত উল্লাস
সগর্বে টিকে থাকে উচ্ছ্বল ব্যবধান।
ব্যবধানে বিশ্বাস বদলায়
মতবিরোধে ক্ষয়ে যায় স্বপ্ন-ছন্দ!
পাল্টে যাওয়া সব পালিয়ে বেড়ায়
বাঁচতে পারে না সরল আনন্দ।
সে বড় হবে, পরিণত হবে বন্দনার মানুষে
প্রবল বিশ্বাস নিয়ে শিশু বেড়ে ওঠে, বেঁচে ওঠে
বড়রা বড় হতে পারে নি, আপোষে
সে ঠিক বড় হয়, অসাধারণ তফাতে!