এভাবেই এই দিনগুলো কেটে গেল
এভাবেই সব দিন কোথা চলে যায়!
স্তব্ধ মিছিলে ফিরে ফিরে দেখা হলো
কাছ থেকে আজ জীবনকে ছোঁয়া যায়!
দৈনন্দিন পেট পোড়া সমাচার
খবরের পাতা, ভরে ওঠা স্বাভাবিক;
ব্যস্ততা চোখে আলো দেখে না তো আর
অন্ধত্বের- দাবি গণতান্ত্রিক।
বিচ্ছিন্নতা শান্তির বাজি ধরে
বন্ধন কিবা বিশ্বাসে কিছু নাই।
আজ সব মিলে জেগে ওঠে এক জোরে
বিশ্বের বুকে বিত্তের খেলা নাই!
নিঃশেষ কাঁদে ছেঁড়া জীবনের রূপ
দেহ জুড়ে জ্বলে দায়হীন জঞ্জাল।
ভাতহীন দেহে থাকে কষ্টের ছোপ
আরোপিত দোষ, হাসে শুধু এক গাল!
দায় নিয়ে চলে মানবিক তৃষ্ণা
চাওয়া পাওয়াগুলো ফের শুরু হয়ে যায়
জনস্রোত থেকে সভ্যতা আসে না
দিশেহারা মাটি জানে নাতো কী সে চায়!
মিছিলের রেশ অনাচার তুলে নিলো
বিচ্ছিন্নতা শান্তিতে জিতে যাবে।
এক সভ্যতা মৃত্যুকে চিনে গেল,
গণতান্ত্রিক ক্ষুধা তাকে গিলে খাবে!
নিশ্চুপ দাবি উত্তাল হলো তাই
প্রলাপের দিন বেঁধে দেয় সংলাপ
প্রয়োজন আর কারো কাছে বাঁধা নাই,
পথে রাজ করে গণতান্ত্রিক ছাপ!