বুক পকেটে কেউ প্রিয়জনের ছবি রাখে,
চোখ ধাঁধায় অজস্র ইতিহাস,
তার কোমল দেহ বিচূর্ণ হয় গুলির তাকে।
সভ্যতায় বাঁচে নিয়তির বিশ্বাস!

বিশৃঙ্খল হয় না কখনো অপূর্ব বাহার
ঈর্ষান্বিত হওয়া তার স্বভাব নয়,
প্রাচুর্যকে সুস্থির হতে দেয় না, বিচ্ছিন্ন পাথার
তবে কার সহায়ে খোলে, কারো নতুন অধ্যায়?

বেঁচে থাকাটাই বড় নয়,
অণু স্পন্দনের আনন্দ হৃৎপিন্ড বোঝে না,
বেঁচে থাকে নির্বোধ ভয়,
অযথাই হাহাকার বাঁচায় ভ্রান্ত রটনা!

পায়ের মাটি নিখুঁত প্রাচীর তোলে
থামিয়ে দেয় অসাধারণ নিশ্বাস,
টুকরো বেঁচে থাকা কি শুধু স্বপ্ন, তাহলে?
স্বপ্নটাও হয়তো কোনো অগাধ বিশ্বাস!

একরত্তি আদর মেলে না, মেলে না আহার!
তৃষ্ণায় ফেটে যায় বুক।
পকেটে থাকে প্রিয় ছবি, সামনে পারাবার,
ভেতরে আটকে থাকে বিক্ষত তীর ধনুক!