ভূমিহীন

ভূমিহীন হলো রাস্তার চিৎকার
ভূমিহীন হয়, মুখরিত সুখ রব
কোলাহলে ছোঁয়া আলোড়িত পারাপার
খাদে পড়ে রয় ভ্যাবাচ্যাকা শৈশব!

ঘটে চলে সব হতবাক, অকপটে,
পর সমাচারে হয়ে যায় বেদখল!
শব্দের ঝড় শব্দ খোয়ালো বটে
খোয়ালো শান্তি, স্বপ্নিল কলরোল!

পায়ের তলেতে মাটি নিয়ে দৌঁড়ায়
সাজানো গোছানো ধূসরিত সংসার
ভূমি, ছাদ, ঘর হারাবার বার্তায়
চিৎকার বেড়ে ওঠে বুক জুড়ে তার!

শৈশব খোঁজে পরিণত সমাচার
ভিত তার সেই ভস্মে কুড়ানো মাটি
মাটিময় প্রাণ, দখলের দাবিদার,
ভূমিহীন ঝড়, লুকায়িত পরিপাটি!