অসহায়-নিরীহ জনতাকে আশ্রয়ের কথা বলে-
আবদ্ধ করেছে মসজিদ-জাহাজে, ঘৃণ্য-ছলে অপকৌশলে ।
সহজ-সরল বিশ্বাসীদের সরলতার সুযোগ নিয়ে
জঘন্য প্রতারণায় মেতে উঠেছে, নিরাপত্তার মিথ্যা-আশ্বাস দিয়ে ।
ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যার নৃশংস মঞ্চায়নে
পৈশাচিক উল্লাসে আস্ফালন করেছে দানবীয় রুপ প্রদর্শনে ।
অশ্লীল অট্টহাস্যে বিদ্রুপ-উপহাস করেছে বিশ্বাসী মজলুমদের-
মহান মানবতার উলংগ অপমানে জালিম রুপে জাহির করেছে নিজেদের ।
পুড়িয়ে দিয়েছে তালাবদ্ধ মসজিদগুলো ডুবিয়ে দিয়েছে জাহাজ
সরল বিশ্বাস কে বোকা কটাক্ষ করে, সেজেছে বেহায়া-বেলাজ ।
নারী-শিশুর আর্তনাদ-চিৎকারে কেঁদেছে গ্রানাডার আকাশ-বাতাস
আটশো বছরের শাসন-সভ্যতা ছেড়েছে করুণ দীর্ঘশ্বাস !
হায় গ্রানাডা ! হায় কর্ভোডা ! হায়, আট শতকের মুসলিম সভ্যতা !
তারিক-মূসার উত্তরসূরীদের এ কী দূর্ভোগ-বিরহগাঁথা !
এপ্রিলের প্রথম দিবসে, এ কেমন নির্মমতা ! এ কেমন অসভ্যতা !
নন্দিত জাতির ললাটে এ কেমন নিন্দিত তিলক, ‘তাঁরা এপ্রিলের বোকা’ !
হায়, এ কেমন নিষ্ঠুরতা ! হায়, এ কেমন রসিকতা !  
_____###____
০১/০৪/২০১৫ ইংরেজী ।