বৃক্ষের পুষ্পে পক্ষীর গুঞ্জনে
ষড়ঋতুর রাজ্য আজকের আলোচনে ;
শুধু ঋতুরাজের আগমনী বার্তা
- ছড়ায় দিগন্তে দিগন্ত ।
শীতের মিষ্টি রৌদ্র বিদায় নিয়ে
ফাগুনের আগুনঝরা তপ্ত দুপুর হয়ে ;
আসছে ষড়ঋতুর রাজ্যসভার
- ঋতুরাজ বসন্ত ।।
প্রকৃতি আজ হচ্ছে জীবন্ত
হৃদয় ফুরফুরে প্রানবন্ত ;
খুশীর ফোয়ারা ছুটিয়ে
- প্রানে-মনে নেই আনন্দের অন্ত ।
প্রানশক্তি যেন অফুরন্ত
শুষ্ক-রুক্ষ সব আজ জ্যান্ত ;
চারদিকে মহাসমারোহে
- আবহ ঋতুরাজ বসন্ত ।।
২৭/০২/২০১৩ - ইং । ১৫-ই ফাল্গুন ১৪১৯ বঙ্গাব্দ
_____###____