আজ বসে ছিলাম রাতের আঁধারে
আকাশের দিকে চেয়ে ।
দেখছিলাম চাঁদ আর মেঘের লুকোচুরি
ভাবছিলাম নিজেকে নিয়ে ।
ভাবছিলাম এই বয়স তো ভারি ভয়ংকর
বিদ্রোহ আর ভালবাসায় ।
দেখছিলাম কী সুন্দর মিতালী হয়েছে
আকাশে, তারায় তারায় ।
নিজের আঠারো বছর নিয়ে
ভাবতে লাগছিল বেশ ।
এরই মাঝে হঠাৎ করে ভাবনায়
হল, তোমার প্রবেশ ।
তোমায় মনে পড়ায় হইনি আমি
এতটুকু বিচলিত ।
মনে হল, ভাবনায় তোমার প্রবেশে
আমি যেন হলাম পুলকিত ।
তোমার চিন্তা যখনি করেছি আমি
আনন্দে উদ্বেলিত হয়েছি ।
আশা নিরাশার দোলাচলে দুলে
অনেক সময় কাটিয়েছি ।
আজও তোমার ভাবনা
তোমাকে নিয়ে আমার স্বপ্ন ।
এই সব নানান জাতীয়
কল্পনায় তোমাতে ছিলাম মগ্ন ।
তোমাকে নিয়ে কল্পনা করে
স্বপ্নের আকাশে কত বেলুন উড়াই ।
স্বপ্ন থেকে বাস্তবে নেমে আসি
যখন আমার পায়ে মশা কামড়ায় ।
আমি জানি না কেন তোমার ভাবনা
আমাকে আনন্দিত করে তোলে ।
কিন্তু বাস্তবতা দেখে আমি
পণ করেছি, বিদ্রোহী হব বলে ।
তোমার জন্য হতে পারি আমি
ভালবাসায় পরিপূর্ণ এক মানব ।
তোমার ব্যাথায় ব্যাথিত হয়ে
করতে চাই, তোমার ব্যাথা লাঘব ।
তুমি কি জান না তোমায় আমি
কত ভালবাসি ?
তুমি কি বুঝ না তোমার সম্মানের মূল্য
আমার প্রানের চেয়ে বেশী !
আমি যে তোমার ভাবনায়
বিদ্রোহী হয়ে উঠছি প্রতিক্ষনে ।
তোমার এই অবস্থা সহ্য হয় না
আমার এই কথা রেখ জেনে ।
আমি চাই না তোমায়
কলংকিত করুক কতগুলো নরপিশাচ ।
আমি বেঁচে থাকতে তোমার
শরীরে লাগতে দেব না আঁচ ।
আমি হয়েছি এখন বড়
পড়েছি আঠারো বছর বয়সে ।
ঐ নোংরা রাজনীতি বন্ধ হবে
প্রতিষ্ঠা পাবে সুশাসন বাংলাদেশে ।
ও আমার দেশ মা, তুমি চিন্তা
করে অস্থির হয়ো না ।
এই দেশ থেকে উৎখাত হবেই হবে
ঐ সব হায়েনা ।
আমরা যারা তরুন হয়েছি
পড়েছি এখন আঠারোই ।
হাতে হাত রেখে লড়ে যাব
মুক্ত করব অবশ্যই ।
আজ আকাশের দিকে চেয়ে করি এই সংকল্প
তারায় তারায় মিতালী এই হোক আমাদের গল্প ।
আজ হঠাৎ তোমায় মনে পড়ায়
ভুলে ছিলাম মনের যত ব্যাথা ।
ভাবছি, কিভাবে হবে, কে হবে
নতুন বাংলাদেশ রচয়িতা ।
কে দেবে বিদ্রোহের নির্দেশনা
কে থাকবে বিদ্রোহের নেপথ্যে ।
কোন সেই জন যার হাত ধরে
মুছবে সকল মিথ্যে ।
কোথায় হারাল সুকান্ত নজরুল
কোথায় উদ্দীপনামূলক বিদ্রোহী পদ্য ।
রফিক-মতিউর-শেরে বাংলা ছাড়া
বিজয় পাওয়া যে দুঃসাধ্য ।
আমরা যারা তরুন প্রান
ভয় করি না কো আনতে নতুন প্রভাত ।
বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে
কাটাতে চাই এই দুখের রাত ।
আমাদের স্বপ্ন পূরন করতে চাই
সত্যের পথে পরিচালিত নির্ভীক নেতা ।
মানুষে মানুষে মিতালী হবে
মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়াবে সব জনতা ।
এভাবেই আমি আমার ভাবনাকে
কল্পনার রঙ্গে রাঙাতে ভালবাসি ।
ভাবনায় যদি থাক তুমি
আনন্দটা পায় অনেক বেশী ।
তোমার জন্য হই আমি
এক তরুন বিদ্রোহী কবি ।
আবার তোমারই জন্য
হয়ে যাই, রোমান্টিকতার প্রতিচ্ছবি ।
বিদ্রোহী হই, কারন দুঃখ-দুর্দশায় ভরা এই দেশ
ভালবাসি কারন, রুপের যে তার নেই কোন শেষ ।
চাঁদ আর মেঘের লুকোচুরি দেখতে দেখতে
মনটা বিদ্রোহী হয়ে উঠল ।
হবেই না কেন, আজ যে হঠাৎ
তোমায় মনে পড়ল ।
_______#####________
২৮/০৯/২০১০ ইং