মহান প্রভুর কথা দিকে দিকে আজ প্রচারিত হয় না,
হাদীসের বাণীতে কুরআনের ধ্বনিতে চারপাশ মুখরিত থাকে না ।
সাম্যের কথা নীতি-নৈতিকথা দূরবীনেও ধরা পড়ে না,
সততার শিক্ষা সদাচার দীক্ষা আজ আর দেখা যায় না ।
সত্যের পথে সঠিক মতে চলতে উপদেশ শোনা যায় না,
মিথ্যার সাথে গলাগলি দোস্তিতে নিষেধ কেউ করে না ।
দম্ভের শাস্থি অহংয়ের পরিণতি স্মরণ করিয়ে কেউ দেয় না,
ছোটজনে স্নেহ বড়জনে শ্রদ্ধা কেউ বুঝি আর মানে না ।
অস্থির সমাজে অবাধ অনাচারে শান্তি কভু মেলে না,
অশান্তি সঙ্গে সুবিচার মর্গে, হায় ! রোদন যে থামে না ।
সমাজের ক্ষয়ে সন্ত্রাসীর ভয়ে রাতে ঘুম আসে না,
বখাটের যন্ত্রনায় ছাত্রীরা অসহায় স্কুলে যেতে চায় না ।
স্কুল-কলেজের গেটগুলি দেখে অভিভাবকেরা স্বস্তি পায় না,
হাটে-মাঠে বাজারে বাসের ভিড়ে অসভ্যতা কত প্রকাশিত হয় না ।
ভদ্রতা-সভ্যতা হারিয়েছে যেন কোথা নষ্টে ভরা সমাজের নষ্টামি শেষ হয় না,
কোন দিকে আজ অসুস্থ এই সমাজ কি তার পরিণতি কেউ জানে না ।

০৪/০৬/১৪ ইং ।

______###____