আমার দৃষ্টির সম্মুখে অনাচার-অনাসৃষ্টি,
অবহেলিত, উপেক্ষিত আপন সংস্কৃতি কৃষ্টি,
আধুনিকতার নামে অশালীন-অশ্লীল চেতনা,
সংস্কৃতি চর্চার আড়ালে কুৎসিত-কুশ্রী ভাবনা,
অবৈধ অনৈতিক মিলন কামনা ;
আমি কখনো মেনে নেবো না ।
অত্যাচারীর অন্যায় আবদার,
ক্ষমতার জোরে স্তুপকৃত লাশের পাহাড়,
ন্যাৎসী-ফ্যাসিস্টের রক্তচক্ষুর হুংকার ধ্বনি,
প্রতিবাদ প্রতিরোধে অন্যায্য শাসানী,
নির্বিচারে নিরীহ জনগনে গুলি,
মানবধিকার অস্বীকারে প্রদর্শনে বৃদ্ধাঙ্গুলি ;
মানবতা পিষ্ট লাঠি আর বুটের তলায়
স্তব্ধ বিরুদ্ধ কন্ঠ, ফ্যাসিবাদি কায়দায় ।
নির্জলা মিথ্যা প্রচার সত্য গোপনে,
অপলাপ অপপ্রচার সত্যের আবরণে
অবিরাম অনলে দগ্ধ হৃদয়, ভীষন যন্ত্রনা
সত্যি বলছি আমি মেনে নেবো না ।
নপুংশক নরপিশাচ পাষন্ডদের ভয়ানক হামলায়
ক্ষত-বিক্ষত কোমল-নিষ্পাপ অঙ্গ ; হায়েনার হিংস্রতায় ।
অমানবিক পৈশাচিক ক্ষিপ্রতায় লুন্ঠিত সম্ভ্রম
দানবীয় উল্লাসে লালসার বলি, শত পন্ডশ্রম ;
পরমযত্নে লালায়িত কত রঙ্গীন স্বপ্ন বাসনা
পশুদের পাশবিকতায় বাঁধার দেয়াল আর রইল না !
সত্যি বলছি, ঐ নির্দয় ঘাতকদের আমার সহ্য হবে না
পবিত্রভূমে পিশাচ জনে ; আমি মেনে নেবো না ।
ধর্মদ্রোহী নাস্তিক প্রগতিবাদীর মিথ্যা আস্ফালনে
মহানধর্ম, মহামানব, মহানস্রষ্টা অপমানিত ; অশ্লীল কুৎসিত বর্ণনে ।
কদাকার-কুশ্রী, নীচ, নোংরা চেতনার বিস্ফোরন,
অভদ্র অসভ্য অশালীন ভাষায় আপন ভাবনার উপস্থাপন,
অশ্রদ্ধা জ্ঞাপন অপরের মতবাদে-বিশ্বাসে,
নীচতা হীনমন্যতা সমৃদ্ধ নোংরা মনের পরিচয় ফুটে, নিজেরে প্রকাশে ।
এমন উন্মত্ত অজ্ঞ আচার কভু গ্রহন করা যায় না ;
সত্যি বলছি, এই নোংরামী আমি মেনে নেবো না ।
ভিন্ন ধর্মে উপাসনালয়ে অন্যায় আক্রমন,
ধর্মীয় উন্মাদনার আড়ালে, রাজনৈতিক ফায়দা লুন্ঠন ।
দমন নিপীড়নে, ভিন্নধর্মালম্বীদের দ্বীর্ঘশ্বাস-যন্ত্রনা
শাসকের উদাসীনতায়, তাদের হাহাকার ; আমি মেনে নেবো না ।
শোষক-শোষিতে বিভাজিত বসুমাতা,
শোষকের চাবুকে শোষিতের রক্তে রাঙ্গা সভ্যতা,
অবহেলিত অবমূল্যায়িত শোষিত জনে,
স্পর্ধার মাত্রা ছাড়ায় শোষক ; চাবুক হেনে ।
শোষকের অট্টালিকা আর শোষিতের দূর্ভোগ,
বিনা প্রতিবাদে মেনে নেওয়া নিয়তি-অমোঘ
আমার দ্বারা হবে না ;
এই অসম বিভাজন, আমি মেনে নেবো না ।
অবিরাম অনলে দগ্ধিত হৃদয়ের মন্ত্রনা,
অত্যাচারী অসভ্য জনে, কভু ক্ষমা হয় না ।
অযৌক্তিক অন্যায্য দাবী মেনে নেয়া যায় না,
সত্যি বলছি, অন্যায় মেনে নিতে পারব না ;
তারুন্যের শপথে আপোষের কালিমা লেপে,
অবলোকনে অন্যায়-অসত্য নীরবে নিশ্চুপে,
আমার পক্ষে সহ্য করা সম্ভব না !
আমায় ক্ষমা করো, আপোষে যেতে পারব না ।
মৃত্যুই শ্রেয়তর ; তবু শির অবনত করব না
অপরাধ-অত্যাচার, আমি কখনো মেনে নেবো না ।
_________#########________