অরুন রাঙ্গা আগুনে বোশেখের উত্তাপ অঙ্গে মেখে
তপ্ত দাহে সুপ্ত দ্রোহ, জাগুক সবার বুকে ।
রোদের তাপে ঘামে নেয়ে অশান্ত হওয়া মন
কালবৈশাখী ঝড়ের মত ভাঙ্গুক যত অনিয়ম ।
জ্বালিয়ে পুড়িয়ে চেতনা জাগাক এবারের বৈশাখ
সর্বংসহা অপবাদ ঘুচে, প্রতিবাদ অঙ্গে জড়াক ।
অত্যাচারী জন ভয়ে কাঁপুক, ভুবন কাঁপানো হুংকারে
সংগ্রাম পূর্ণতা পাক, বোশেখের তপ্ত বায়ু ভরে ।
পিচ গলা উত্তাপে গলে যাক, যত ক্লীবতা-
কালবৈশাখী ঝড়ে উড়ে যাক, সকল কাপুরুষতা,
পৌরুষত্ত্বের নির্মোহ অহংকারে জেগে উঠার ক্ষন
সোজা মেরুদন্ডে উন্নত শিরে, হোক নব উদয়ন ।
নির্ভীক সোচ্চারতায় সত্য-ন্যায় প্রতিষ্ঠায় জাগুক, ঘুমন্ত বিবেক
নবজাগরনের উত্তাপ অঙ্গে ধারনে, স্বাগত এই বোশেখ ।
_________######________