যারা ভীত-সন্ত্রস্ত, যারা আতংকিত
যারা দ্বিধা-দ্বন্ধে সিদ্ধান্তহীন, যারা চিন্তিত,
যারা দিনরাত মনে করো, উগ্রবাদীতে ভরল দেশ-
জঙ্গীবাদী-মৌলবাদীর উত্থান ভয়ে, অযথা হাপিত্যেশ ।
যারা মনে করো, এই বাংলা আফগান হয়ে যাবে
দিন-দুপুরে যেথায়-সেথায় তালেবান আঘাত হানবে !
তাদের বলছি, তোমরা অকারনে অস্থির হয়ো না
এ দেশ কভু, আল কায়েদা-তালেবানদের ঘাঁটি হবে না ।
এ দেশ হবে তোমার-আমার, হবে সবার
হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রীষ্টান সম্প্রীতির বাহার ।
হাজারবর্ষী আমাদের এ সংস্কৃতি-
বদলাবে না কিছুই, মায়া-মমতা-প্রীতি ।
এ যে আউলিয়াদের পদচারনায় লালিত দেশ,
ত্রিশ লক্ষ শহীদের ত্যাগ মহিমায় ভাস্বর দেশ,
লক্ষাধিক বীরাঙ্গনার সম্ভ্রম বিনিময় দানে
অর্জিত যে দেশ ; তাতে উগ্রতা-জঙ্গীবাদ কিভাবে আঘাত হানে ?
তাই, যারা মনে করো ইসলামী জাগরনে গেল দেশ রসাতলে
বুকে হাত দিয়ে বলছি, তোমরা ভুল ; একটু চাও উদারনেত্র মেলে ।
যারা মনে করো, এ দেশে সংখ্যালঘু থাকবে না,
যারা ভাবো, এ দেশে নারীশিক্ষা আর চলবে না,
যাদের ধারনা, স্বাধীনতার অরুন ছেঁয়ে গেল আঁধারে
যারা মনে করো, মধ্যযুগীয় বর্বরতা আসবে দেশে ফিরে ।
তাদের বলছি, এসব কিছুই হবে না !
মিথ্যা প্রচারনা, অপপ্রচারে বিভ্রান্ত হয়ো না ।
ইসলাম আর শান্তি পরস্পর অন্তরঙ্গ ভাবে জড়িয়ে
ইসলামী জাগরনে ঘাবড়ে যাও, কোন ভয়ে ?
এ দেশে সবাই থাকবে যার যার মত
পরস্পরে সম্মান প্রদর্শনে ; আক্রমন ব্যতীত ।
তবে যারা মনে করো, নাস্তিকতা সেক্যুলারে-
ভরে যাবে দেশ ; নিরানব্বই ভাগ বিশ্বাসী তবু রবে চুপ করে !
তারা ভুল, এ দেশ কভু ধর্মদ্রোহীর জায়গা নয়
অশ্লীল-কুৎসিত ভাষা ব্যবহারে পাবে না কেউ ছাড় ; জানাই এ প্রত্যয় ।
নীচ-কদাকার-কুশ্রী মানুষের জায়গা এখানে হবে না
শস্য-শ্যামল রক্তস্নাত বাংলার এ সহ্য হবে না !
সুন্দর মানবের সুশ্রী চেতনের নেই কোন ভয়
নর-নারী পাশাপাশি মিলে গড়ব নব অভ্যুদয় ।
মুক্ত চিন্তার বিকাশ সদা স্বাগত সবুজের এ দেশে
অভদ্র-অসভ্য, বিজাতীয় চেতনার-ভাবনার মূলোৎপাটন শেষে ।
_______________#####__________
যে কোন সমালোচনা করার সাদর আমন্ত্রন জানাই ।
আর আমি 'সংখ্যালঘু' শব্দটি ব্যবহারের জন্য মার্জনা চাই ।
আমি ব্যক্তিগত ভাবে সংখ্যালঘু/গুরু তত্ত্বে বিশ্বাস করি না ।
সবাইকে মানুষ ভাবি । আর এ তত্ত্বটা সুশীল/সুবিধাবাদীদের সৃষ্টি । সুতরাং, সংখ্যালঘু বাধ্য হয়ে ব্যবহার করতে হল তাদের মত অনুযায়ী । _লেখক