আমি ভীত আমি সন্ত্রস্ত আমি বিস্মিত আমি কম্পিত ;
দৃষ্টির সম্মুখে ঘটমান ঘটনাপ্রবাহ
আমায় ব্যতিব্যস্ত করেছে, আমার শিহরিত অঙ্গে
ভয়ের চোরাস্রোত বয়ে, ভয়ংকর
আগামী দৃশ্যমান করে তুলেছে ।

ধর্মহীন, নাস্তিকতার আড়ালে মহান মানবতার ধর্ম
আজ অপমানিত ; কুৎসিত, বিকৃত লেখনীতে
মানবতার মুক্তিদূত আজ অসম্মানিত ।
নৈতিকতার অবক্ষয়ে আকন্ঠ নিমজ্জিত সমাজ,
আজ ভয়ানক পরিনতির লক্ষ্যে
অস্থির উন্মত্ত গতিতে ধাবমান ।

সেই অস্থিরতা সেই নাস্তিকতা সেই অবক্ষয়ের সুযোগে
ধর্মীয় উন্মাদনার ভয়ংকর খেলায় মেতেছে
সুবিধাবাদী, স্বার্থান্বেষী, ক্ষমতালোভী
চিরকালের পরিচিত সুযোগসন্ধানীরা ।
তাদের আঙ্গুলীহেলনে আজ দ্বিধাবিভক্ত জাতি
প্রহসনের নাটক মঞ্চায়নে আজ
ভায়ে-ভায়ে পিতা-পুত্রে মাতা-কন্যায়
রক্তের হোলিখেলায় মেতেছে ।

এ জাতির এ সময়ের এ অত্যাচারীর এই নাটকের
ভয়ানক পরিনতি ক্রমেই ত্বরান্বিত হচ্ছে ।
আমি সে দিনের অপেক্ষায় আমি সেই ক্ষনের প্রতীক্ষায়
যে দিন এসব মুখোশধারীর মুখোশ উন্মোচন হবে,
কুৎসিত কদাকার চেতনার সমাধি ঘটবে,
মিথ্যার বীজ সমুলে মূলোৎপাটন হবে,
অসুন্দর, অন্যায়, চিরতরে বিলীন হবে ।

কিন্তু বাংলার বায়ু সেদিনের স্বাধ পেতে
রক্তের ঘ্রানে দূষিত হবে,
বাংলার মাঠ-ঘাট রক্তে রঞ্জিত হবে,
মজলুমের চিৎকারে গগন প্রকম্পিত হবে,
শোসিতের আহাজারীতে বাতাস ভারি হবে,
শাসকের পতন পরাজিতের আর্ত-চিৎকার ধ্বনিত হবে
আমার দেশের আকাশে-বাতাসে পাতালে রাজপথে ।

ঘনিয়ে আসছে সেই ক্ষন সেই ভয়ংকর আগামী ;
ত্যাগের বিনিময়ে রক্তের লালে স্নান করে
অভিবাদন জানানোর প্রতীক্ষায় আমি ।


__________#######__________  
সূক্ষ-সমালোচনায় নিবিড় পর্যবেক্ষনে আমায় আরো শাণিত আরো পরিশীলীত আরো উন্নত করে তোলার জন্য বিনীত নিবেদন রইল । _ লেখক