গরীবের রক্ত শুষে শুষে,
কংকাল দেহে লাথি কষে,
আরাম কেদরায় বসে,
-রক্তচোষা হও তুমি ।
না মিটিয়ে পাওনা,
হও হিংস্র হায়েনা,
বাকী রেখে দেনা,
-দালান গড় আকাশচুমী ।।
তোমাকে জানায় ধিক,
হে ঘৃন্য জীব,
আচরন তোমার ভৌতিক,
-ভ্যাম্পায়ারের মত রক্তচোষা ।
রক্তশুষে মানব পিষে,
উঠ সকলের শীর্ষে,
তোমার উপর বর্ষে,
-অভিশাপ গালির ভাষা ।।
জানি, গালি-গালাজ শাপ-শাপান্ত
হয়ে গেছে গা-সওয়া ।
তবে, মনে রেখ তুমি মরন-পর্যন্ত
কাজ করবেই করবে এই বদ-দোয়া ।।
____________#########________