কলমের ক্লান্তি আসে না - -
সেও জানে ভালবাসা মানে ; অপার অনুভূতি - -
বুক জুড়ে তার মায়াবী শব্দের তোলপাড়।
নিদ্রা যেন তার কাছে মৃত পৃথিবীর
বদ্ধ সমাচার ; আকাশের নীলে
ম্লান হয়ে মিশে যায় সব
ব্যথার গোপন কথা জমে জমে
আকাশ ;ক্ষোভ - অভিমানে আকাশচুম্বী
পর্বত যেন, - - -তারকাদের যত
অভিমানে সমুজ্জ্বল---
পৃথিবীর বুকে আজ কলমের গোপন অভিসার।
মৃত্যুহীন জীবন নিয়ে আজ
শব্দেরা ছুটে যায় ;সুনিপুন লক্ষ্যের দিকে
টাইফুন কিংবা টর্নেডো তাদের জীবন।