তুমি চলে যাওয়ার সাথে সাথে
উন্মত্ত ঝড়ের দাপট,
মাটিতে মিশে গেল
আমার সাজানো ফুলের বাগান।
তুমি চলে যাওয়ার পর
প্রতি নিঃসঙ্গ মুহূর্তের ভয়ঙ্কর একাকীত্ব-
ভেঙে দেয় ভেদ-বাধা-বন্ধন,
মাটিতে লুটিয়ে পড়ে দম্ভ
উদাসী চোখ চেয়ে থাকে হতাশায়,
শূন্য আকাশে উড়ে যায়
অনিশ্চিত নিশানার বুনো হাঁস ।
তুমি চলে যাওয়ার পর
নিশুতি রাতের বীভৎস স্বপ্নেরা
খাঁ খাঁ বুকের ভিতর
প্রলয় নৃত্য করে;
তুমি চলে যাওয়ার পর
আমার অস্তিত্বকে ঘিরে
নিরাপত্তহীনতার উদাসী বাতাস
জীবনটাকে কেবলি অর্থহীন করে ।