ছাড়পত্র পেলে পৃথিবীতে আসার অধিকার মেলে--
তবুও কিছু বিক্ষুব্ধ জন্ম জীবনের দাবী নিয়ে
কেবলি আস্ফালনে আকাশ ভেঙে যায়
মানুষ তার নিজের বিধাতা জেনেও
ওজুহাতের ঈশ্বর গড়ে---
আপন বিবেককে কেহ কেহ বন্ধক রেখে
আত্মতুষ্টির ছলনায় অন্ধের মতো মেতে ওঠে,
ঈশ্বরের দোহাই দিয়ে পৃথিবীর কসাইখানার মালিকানা ভোগ করে
ঘটে যায় নিশ্চিত বিপর্যয় বিপ্লব
সন্ত্রাসের কালো ধোঁয়া ধর্মের গাঢ় অন্ধকারে প্রতিদিন
আত্মকেন্দ্রিকতার শক্ত খোলকে নির্মম প্রশ্রয় দান করে
আগামী পৃথিবীর ভাগ্য বিধাতা মানুষ---
অনিশ্চিত কিছু বিপর্যয়ের হাতে ধরাশায়ী বলে
পৃথিবীটা এখনও তার স্বাভাবিক প্রক্রিয়ায়
নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে।