তোমার ফিরে যাওয়ার পথ ছুঁয়ে
কিছু জাগ্রত প্রত্যাশা সংকীর্ণতার বাঁধন ছিঁড়ে
আমাকে টেনে নিয়ে যায় - - -
তোমারই বাঁধানো রাস্তায়
জল কাদা ঘেঁটে হেঁটে যাই;
আগাছার অন্ধকার ছেঁটে দিই
তবুও গজিয়ে ওঠে রক্তবীজ যেন - - -
চেতনার আলো জ্বালি রাতের আঁধারে,
কারা যেন হঠাৎ এসে, অন্ধকার ভালোবেসে
তীব্র হুংকারে বিরূদ্ধতার কঠিন দেওয়াল গড়ে--
জ্বলন্ত বিশ্বাসের উদ্দাম স্পর্ধায় মাথা রাখে আর
তোমার রাস্তাকে অন্ধকারে ছুঁড়ে ফেলে
পতঙ্গের আগুন ঝাঁপ দেয় ॥