অনেক যত্নে শিব গড়তে চেয়েছিলাম - -
ভয় দ্বিধা - দ্বন্দ্ব মেশানো একটা মুখ যে কার---
হাতটা কখন বেহাত হয়ে গেল,
প্রতিদিন ঝরে যায় আশার ফুল পাতা
তবুও গাছেরা স্বপ্ন দেখে - - -
একদিন ঠিক ; সময় গড়িয়ে বিকাল
স্বপ্নপুরীর দিকে তাকিয়ে
সকালের ক্ষুধার্ত পথশিশুরা বসে থাকে
অধরার হাতে ধরাও অবিশ্রান্ত---
বুক জুড়ে তার জীবনের ঘূর্ণাবর্ত ॥