ব্যথাটা আবার বেড়েছে।
নিজেকে হাল্কা করার জন্য
খালি হাতের কয়েকটা ব্যায়াম করি
হাসি খুশি থাকার চেষ্টা করি
কিন্তু ব্যথা কমে কই!
একটু নিরালায় থাকলে
গলার কাছে এসে দলা পাকিয়ে থাকে ;
প্রশ্বাস নিতে কষ্ট হয়।
আর কমবেই বা কেন -
কয়েক পুরুষের ব্যথা
উত্তরসূরী হয়ে বয়ে বেড়াচ্ছি।
চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে।
শল্যচিকিৎসার মাধ্যমে
ব্যথার গোড়া উপড়ে
এবার নিশ্চিত জীবন যাপন করতে চাই।
যতদিন পর্যন্ত বাঁচবো
যেন সুস্থ হয়ে বাঁচতে পারি।।