তুমি বলেছিলে আসবে-
সীমানা রক্ষীদের শ্যেনদৃষ্টিকে ফাঁকি দিয়ে
সব বাধা পেরিয়ে একদিন ঠিক আসবে ।
তোমার জন্য সুগন্ধ ছড়িয়ে
হৃদয়ে বিছিয়েছি নরম গালিচা ,
নিজেকে সাজিয়েছি তোমার মতো করে ।
সীমানার এপারে অধীর অপেক্ষা
দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে গেছে কতদিন ,
শুকিয়ে গেছে তাজা গোলাপের তোড়া
হয়তো জানতেও পারবে না কোনদিন
কি গভীর আকুতি নিয়ে ঝরে গেছে -
বরণের ব্যথা ভরা ফুল ।
মন কোন সীমানা বোঝে না
কোন নিষেধ মানে না
মন জানে শুধু মনের কথা ।
তোমার জন্য এখনও প্রতিদিন
অপেক্ষার ফুল ফোটে হৃদয়ে ,
অথচ তোমার কোন অস্তিত্ব
আমার হৃদয়ে এখন আর
কায়া হয়ে ভেসে ওঠে না ।
মনের সীমানা জুড়ে এখন -
একটা বলীরেখা হয়ে জেগে আছো ॥