তোমার জন্য-
সমুদ্রে ঝাঁপ দিই, পাহাড় ভাঙি
আকাশ-পাতাল এক করি
মৃত্যুকে হাতে তুলে নাচাই ।
তোমার জন্য-
মানুষের কাছে হাত বাড়াই্
সব বাধা তুচ্ছ করি
বিলিয়ে দিই নিজেকে ।
তোমার জন্য-
যত অপবাদ গায়ে মাখি
বিশ্বাসের ভুবন গড়ি
সাজাই রূপ-রস-স্বাদের নতুন পৃথিবী ।
তোমার জন্য-
এ আমার নব জন্ম
বেঁচে থাকার নতুন রসদ
আমি আত্মস্থ হই ।
তোমার জন্য-
নিজেকে পাই তোমার মধ্যে
সব ব্যর্থতা-গ্লানি ভুলি
মিশে যাই তোমার সত্ত্বায় ।।