একবার জানালায় চোখ রাখো, দ্যাখো - -
কিভাবে দাঁড়িয়ে আছে অপেক্ষায়
চোখে তার একরাশ কৌতুহল;
কেমন মেঘলা শাড়িতে সেজেছে
দ্যাখো, উৎকন্ঠিত বন্যায় ভাসার জন্য
সাড়া পড়ে গেছে চারিদিকে,
আনন্দের ভৈরবে মেতে উঠবে বলে
বাতাসে বাজছে আগমনী গান।
আজ আর কোনো কথা নয়
পোষাকের ভিতর থেকে বেরিয়ে এসো
তোমারও ভিতরে বাইরে ঝরুক বৃষ্টি
মিশে যাও সৃষ্টির উল্লাসে ॥