জীবনের সবুজ সেতু বিশ্বাসের খুঁটির উপর--
আলতো হাওয়ায় দোল খায় ভালবাসা সহানুভূতি
প্রতারক ঝড়ের হুংকারে কংক্রিটের পাহাড়
আত্মাহমিকায় বিধ্বস্ত হয়ে
বিষাদের ছায়া এঁকে দেয়
বিনিপাত সময়ের বুকে কাল ছোবল
নীল হয়ে থাকে রক্তাক্ত স্মৃতি স্তম্ভ
অনাড়ম্বর বীতশোক বীজ অঙ্কুরিত করে - -
আশার প্রদীপ জ্বালে জীবনের অন্ধকারে।