জায়গা বদলের খেলায় শব্দবিন্যাস।
নিস্তব্ধতার বিপ্লবে মুখর
যেভাবে দাবার চৌষট্টি ঘরে মহারণ
নিজের অস্তিত্ব জাহির করে,
নিজস্ব সীমানার গন্ডী ভেঙে
শব্দের উদ্দাম মায়াবী খেলা -
যেন স্বকীয় চাবির জাদু
প্রাপ্তির দরজা খুলে দেয়।
শব্দেরা ঘোড়ার আড়াই লাফের জালে
ধরাশায়ী করে কাঙ্খিত ইচ্ছা,
যেন মৌলিকতার পরশ মাখানো
গোপন রহস্যের ভিতর
খুঁজে পায় বাঁচার ঠিকানা ॥