প্রতীক্ষায় থাকা মানুষদের অনেকেই ঘুমের দেশে

আশার নদীতে প্রতিদিন সাঁতার কাটছি
অনিশ্চিত কিছু সম্ভাবনার আলোয় - - -

তারাদের মতো  মিট্ মিট্ করে জ্বলছে
আশা নিরাশার কুহেলি বাতি

নক্ষত্র পতন দেখি, দেখি উল্কাপাত - - -

শরতের স্নিগ্ধ আকাশ জুড়ে
কিছু স্বপ্নের অনির্বাপন বিভ্রাট
প্রত্যয়ী কৌতুহল ঘিরে নিশ্চিত আবাহন---

কাশেরবন জুড়ে শুভেচ্ছার অভিসার যেন
আত্মানন্দ; তোমাকে পাওয়ার নিশ্চিত সম্ভাবন