সন্তাপ
এ আলো, আলো নয়
মায়াবী মরুর আলোকিত যন্ত্রণা,
হয়তো বা অন্ধকার ঢাকার
আবেশী অতৃপ্ত মন্ত্রণা ॥
স্বচ্ছতা
মনের মেঘ ভারী হয়ে এলে
বৃষ্টিরা কান্না হয়ে ঝরে - -
সে কান্না জয়ের কিংবা পরাজয়ের
হৃদয়টাকে শুদ্ধ করে ॥