পরম্পরায় উত্তরসূরী হয়ে সযত্নে লালিত
মোহময় অঙ্গীকারে শ্রদ্ধা আগুন হয়

প্রশ্রয়ের কঠিন মোড়কে বিষবৃক্ষ
দাবানল হয়ে জ্বলে অন্ধকারে

পুড়ে যায় বিশ্বাস, রক্ত মাংস মর্জ্জা - - -

অনুভবের প্রেতাত্মারা তবুও
মজে থাকে দিবাস্বপ্নে - - -

অজাগর চেতনে মার খায় দায়বদ্ধতা