সান্ধ্য উপত্যকা

গোধূলি পেরিয়ে - -
পা রাখি সান্ধ্য উপত্যকায়
নিবিড় নিঝুম আঁধার
শুধু একটু আলোর জন্য
চারিদিক খাঁ খাঁ ;বিষন্ন হাহাকার।

**    **    **


উত্তরণের ডাক

বিবেকের জয় ফের যদি হয়
তোমাতে আমাতে আলোকিত প্রভাতে
দেখা হবে নিশ্চয়।

**    **    **