সম্পর্কের রাস্তাটা এবার
প্রতিবেশীর উঠোন পর্যন্ত বাড়িয়ে
আন্তরিকতার পথ প্রশস্ত করলাম ।
খানাখন্দ মেরামত করার জন্য
বিশ্বাসের প্রলেপ দিলাম -
মনের উঠোন জুড়ে লাগিয়ে দিলাম
ভালবাসায় প্রত্যয়ী গোলাপ ।
বিরোধিতার প্রতিকূল হাওয়া
থেমে যাওয়ার পর দেখি -
গাছেদের মতো ডালপালা মেলে
রাস্তা এগিয়ে চলেছে
গ্রাম থেকে শহর
একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত।
এবার রাস্তাই হবে
মানুষের ভালোবাসার আসল পরিচয় ।