হৃদয়ের বাঁধন হাতে প্রতিফলিত হলে--
হাতও অকপট হৃদয় স্পর্শ করে,
মননের মায়াবী বাঁধন যেন জাদুমন্ত্র - -
হৃদয়ে হৃদয় বিনিময় সত্য হলে
আমৃত্যু বাঁধা পড়ে অদৃশ্য পাশে ;
লতা পাতা ফুলে গড়া নশ্বর স্মৃতি
এখনও অদৃশ্য রেখা বরাবর
হৃদয়ের গভীরে পা ফেলে
অক্লান্ত হেঁটে চলে তোমারই সন্ধানে - -
তুমি শুধু মূর্তিমান জীবন্ত প্রতীক ॥