আয়নার মতো স্বচ্ছ সরল মুখ
ভেঙে টুকরো টুকরো করি
মাটিতে মেশাই ,
জীবনের সমস্ত তিক্ততার ক্লেদ মাখাই
তবু আবার ফুটে ওঠে
আমার মুখের অবয়ব ভেদ করে
পূর্ণতা পায় ; কার মুখ এমন-
ফুটে ওঠে নিজস্ব ভঙ্গিমায় ,
জ্যোতির্ময় হয় অন্ধকারের ভিতর
সমস্ত রাত জুড়ে
নিঝুম শূন্যতায় ভরে যায়
কি এক মায়াবী আলোর খেলা ।
অকপট স্বীকৃতির ভিতর
কপট মুখ ঢাকি মুখের আয়নায় ॥