যে উষ্ণতা সহজ লভ্য
ঝোড়ো ঝাপটায় ভেজায় মন
তার মোহময় সংক্রমণ - -
সামুদ্রিক আলোড়ন তুলে
মনের বেলাভূমি ভাসিয়ে দেয় ।
আমাদের সুস্থ চেতনার ঘরে
তার অপ্রত্যাশিত কড়া নাড়ায় - -
ঘটে যায় দৃশ্যান্তর।
নেশাগ্রস্ত নাবিকের মতো
আশার বুদবুদগুলো অকূল সমুদ্রে
একদিন থেমে গেলে - -
ঝড়ে বিধ্বস্ত পাখি যেন
ফিরে আসে একাকী ঘরে - -
প্রতিদান, শুধু ক্লান্তি আর অবসন্নতার ভিতর
মনের আগুনে পুড়ে মরে ॥