স্বপ্নও একদিন পা রাখে বাস্তবের মাটিতে
প্রত্যাশা লালিত হয় আকাশ ছোঁয়া
অনেক অনিশ্চয়তার ভিতর সংগোপন জেগে ওঠে
প্রগল্ভ আশা জাগে বিন্দুতে সিন্ধুর
কিছু নিশানা লক্ষ্যভ্রুষ্ট হয়
কখনো ফিরে আসে প্রবল হয়ে; বুমেরাং - -
ঝরে পড়ে কিছু কালো পালক অবিন্যস্ত
কখনো বা রক্তাভ হয়ে ওঠে উচ্ছৃঙ্খল সময়
অন্ধকারে পড়ে থাকা সংযম শালীনতা
জোনাকির আলোয় জীবনের পথ খোঁজে।