উৎসবের আনন্দ আকাশ বিদীর্ণ করে ফাটবে
মনের উঠোন জুড়ে নিপুণ সজ্জা

কোমরে কাপড় বেঁধে শ্রমিকরা দিন রাত এক করছে
দুমুঠো ভাতের জন্য যেন বাঘের সামনে লড়াই

সাধারণ মানুষ কিছু বিপজ্জনক জায়গাকে নিষিদ্ধ জানে

অনিশ্চিত ভবিষ্যৎ হঠাৎ নিশ্চিত হয়ে গেলে
নিরুপায় ছুটে আসে দমকল সাংবাদিক পুলিশ - - - - - -

পড়ে থাকা ছাই থেকে তুলে নেয়
দাম্ভিকতার নিশ্চিত পদচিহ্ন।