জেনেছি, কখনো জীবন কখনো মরণ
দিয়েছি জলাঞ্জলি সব।
অথচ ভিতরে বাইরে কান পেতে শোনো -
হাহাকার করে তৃষার্ত চাতক।
রাস্তা ঘর সব সমোচ্চশীলতায় একাকার।
যে রাস্তা ঘর চেনেনি
ঘর কখনো রাস্তা দেখেনি,
তারা এখন পাশাপাশি বন্ধু।
সময়ের পারদ মেপে
অপেক্ষার প্রহর গুনি
এমন দিন কবে দেখবো
যখন তুমিই বলবে
পা রাখবো কোথায়!