সময়ের সাথে হাতে হাত মিলিয়ে
মানুষ চলেছে এগিয়ে
জীবনের নির্দিষ্ট পথ ধরে
মোহনার দিকে - -
যেন ঝুলন্ত উপত্যকার উপর
ঝুঁকে দাঁড়িয়ে দেখছে, আকাশ -
সামনে সীমাহীন অন্ধকার।
মাতৃদুগ্ধে শিশু যেভাবে
নিজের অস্তিত্ব খুঁজে নেয়
লোভের পৃথিবী জুড়ে
প্রকৃতির রূপ রসের মোহে
মানুষের লালসা নিরন্তর
ইচ্ছার শরীরে ঘৃতাহুতি।
আরো কিছুর মোহে
মানুষের অনন্ত পথ যাত্রা।
তবু একদিন সব ঋণ রেখে
থেমে যায় সময়ের চাকা
চারদিকে নিদারুণ একাকীত্ব জুড়ে
পড়ে থাকে জমাট বাঁধা অন্ধকার।