গাঢ় অন্ধকার ঘেঁটে
তোমার একটা বিকৃত মুখ পেলাম,
নিষ্ঠুর সার্থকতার মধ্যে
ঐ মুখের উন্মত্ত উপস্থিতি
এখনও ফিরিয়ে নাও ;
প্রায়চিত্তের আগুনে জ্বালাও
সব পাপ - বোধ,
নিহত সত্যের অভিশপ্ত প্রতিশোধ
গ্রাস করছে
তোমার দাম্ভিক অস্তিত্ব ;
আত্মবোধ ঢেলে দেখো
নিজেরই অসহায় রূপ
নির্দয় প্রতারণা করছে নিজেকে।
এখনও ফিরিয়ে নাও
ঐ মুখের উন্মত্ত উপস্থিতি,
প্রজ্ঞার গভীরে ঢুকে
মুছে দাও স্বার্থ - লোভ, নিষ্ঠুরথতা ;
উদ্দীপ্ত আলোর ভিতরে থেকে
শরীর ভরে মেখে নাও
প্রশান্তি, গভীর প্রশান্তি।।