এখন বিমর্ষ অন্ধকার
আর উচ্ছৃঙ্খল সময়,
কোথায় যাবে তুমি নন্দিতা!
এই ব্যাপ্ত পৃথিবীতে,
ক্ষুধার্ত পাষন্ডের পৈশাচিক গ্রাসে
নিবেদিত উষ্ণপ্রেম তোমার
যেন যৌবনের আগুনে আত্মাহুতি-
নিজেকে বিলিয়ে দিতে
এতো কি সুখ আছে!
মাতৃত্বের কোন অধিকারে
যেতে চাও পুরুষের কাছে?
যৌবনের রঙীন ক্লান্তিতে
এ জীবনে কেবলি ব্যর্থতা
আকাশকুসুম স্বপ্ন
আর বিষাদের ছায়ায় ঢাকা
এক করুণ উন্মাদনা।
.নন্দিতা,পৃথিবীটা নীল
আমাদের হৃদয়ের মাঝে
শুধু নীল শান্তি
অবিশ্বাস্য নিস্তব্ধতায় ঘুমিয়ে আছে।