খুব ইচ্ছে করে লোভের দুর্গ ভেঙে
চলে যাই তোমার কাছে।
ফিরে দেখি শিকল দাগ
কিছু উদ্ভ্রান্ত পায়ের ছাপ বাঁধা আছে
স্মৃতির অতীত জন্ম রহস্যে।
ওখানে কি নতুন স্বপ্নেরা তোমার জন্য
হৃদয়ের আকাশ জুড়ে চাঞ্চল্য গড়ে
মৃত্যুহীন উদ্যমের মতো - -
পোষা পাখিটা বদ্ধ খাঁচার ভিতর
মোহনীয় মায়াজাল পেতে বসে আছে
তিক্ত অভিজ্ঞতার অন্ধ গহ্বরে।
যতদূর দৃষ্টি যায় সীমাহীন মনে হয়
বেওয়ারিশ ভাবনাগুলো ভেসে এসে
শিকড়ে বেঁধেছে আশার ফল।
এখন একটা দমকা হাওয়া এসে
যদিভাসিয়ে দেয় দিক, জল-স্থল - -
হয়ে যাক একাকার ; মুছে যাক
ক্লান্তি ভরানো দিগ্বিদিক।