ভুরি ভুরি কথার মালা গেঁথে
কবিতার শরীর সাজাই আর দেখি
এই বিলাসিতার মধ্যে
গোপন এক অস্থিরতা
প্রতিনিয়ত গিলছে কবিতার হৃদয়।
চেয়ে দ্যাখো, কেমন ফ্যাকাশে মুখে
ফ্যাল ফ্যাল চেয়ে আছে সত্য,
নিরুপায় নিপাট ভদ্রলোক
শুধু টিকে থাকার জন্য
ঘুমের ওষুধ খায় এখনো।
দুশ্চিন্তারা পাহারা দেয়
রাত জাগে আর
মনের উঠোন জুড়ে
পায়চারি করে বেড়ায়।
তবু মিথ্যের পোষাকগুলো
সমস্ত শরীর ঘিরে মায়া হয়ে
ভাবনার ঘর আলো করে
নির্বিকার বসে আছে ।।