বহুদিন পর দেখা
ক্লান্তি ঢেকে আছে
তোমার আমার চলার পথ ধরে,
অক্লান্ত ইচ্ছাশক্তি নিয়ে-
শুধু তোমার জন্য
শুধু আমার জন্য।
বহুদিন পর এত কাছাকাছি
খোলসের ভিতর থেকে বের হই
আর তোমাকে দেখি আমার মতো করে।
পরস্পর পোষাক বদলাই
পরস্পরের ভিতর মিশে যাই।
তাকিয়ে দেখি
তোমার মুখ ভাসে আমার আয়নায় ;
আমার মুখ ভাসে
তোমার আয়নায়।