খুব মন খারাপ হলে
নদীটার পাশে গিয়েr দাঁড়াই ।
স্বপ্নের নারী যেন সে
পরম রহস্যময়ী হয়ে
শান্ত্বনার প্রলেপে ধুইয়ে দেয় - -
দুঃখ ভরা যত অভিমান, জল করে - -
আমাকে নিয়ে যায় মোহনার দিকে,
অবিরাম পতনের শব্দে যেন
নড়ে ওঠে চেতনার বীজ ।
ঘরে ফেরা পাখিদের ক্লান্ত কলরবে
গোধূলির ভিতর ভেসে যেতে
চেয়ে দেখি, দীর্ঘ ছায়া পড়ে আছে
মানুষের স্মৃতির পাতায়।
বিনিদ্র ক্লান্তিরা নিষুপ্তি চেয়ে
আমাকে নিয়ে যেতে চায় রাতের গভীরে
রাত, যেখানে ক্লান্তি নেই
অবিরাম রাতের মায়ায় ঘিরে থাকে
বিশ্ব চরাচর।।