হৃদয়ের গভীরে যে নির্জন নদী
তার তীরে বসে থাকি গোপন বিলাপে - -

মানুষের ঐশ্বরিক মনও একদিন
সংযমের বাঁধন ছেড়ে
আদিম প্রলোভনে মেতে ওঠে

সুন্দরও লালায়িত হয়ে নিজেকে হারায়

পাশবিক প্রবৃত্তির অন্ধকার কুঠুরিতে
জমে জমে মানুষের লাশের পাহাড়
এখনও আশার মাঝে বিস্মিত বিস্ময়

দেখি যত বৈপ্লবিক কাজ আছে উন্নয়ন - -
প্রথমেই চোখ পড়ে জমে থাকা লাশের পরে
মানুষের অহমিকার হাতে মানুষের সর্বনাশ ॥