কাঁটা দিয়ে কাঁটা তোলার গোপন ইচ্ছা লালনে
মানুষ এখনো স্বচ্ছ মানবিক মুখোশ
সভ্যতার হাতে কাঁচা রক্তের দাগ
অভিশাপ হয়ে জেগে আছে
যে হাত পাপ মেখে চরিতার্থ
সেই হাতেই উল্লসিত প্রেমের কেতন
ভিতরের জাগ্রত পশুকে আচ্ছন্ন রেখে
প্রেমের গানে মোহিত করে কেউ
তবুও সুযোগে কেশর ফোলায়
পোষাক বদলে নিপুণ মানুষ
অবলীলায় দিনকে রাত করে দেয়
হায় মানুষ! মান-হুঁশ কোথায়!