সৃষ্টির অসীম মোহে আবদ্ধ জীবন
সম্ভবকে অসম্ভবের শৃঙ্খলে বেঁধে
আপনার কুশলী নৈপুণ্যে কতবার - -
বধ্যভূমির মরীচিকা নিদারুণ হয়ে গেছো পার
ছলাকলার সব খেলার ভিতর থেকে
বাহুবন্ধ একদিন মায়ার বাঁধনে ; নিরুপায় - - -
কতবার ঝরে গেছে আকাশের তারা
নির্বাক দৃষ্টি মেলে অক্ষম চেয়ে দেখা, তবুও - -
গভীরতম প্রত্যয়ে সম্ভুত সম্ভাবনার অপমৃত্যু রুখে
নিজেকে প্রতিষ্ঠা দিতে - -
আপনারে করেছো মৃত্যুর উপচার ॥