বালিশের নিচে ভাঁজ করে রাখি
এলোমেলো ভাবনার কিছু নাবালক কথা;
শিশুর সরলতা নিয়ে ছেলেখেলায়
কিছু প্রহসন হয়ে দাঁড়ায়
সকালের রোদ উঠলে মেলে দিই
বেলা বাড়লে জল শুকিয়ে যায়
বিবর্ণ ফ্যাকাশে কথা গুলোর
বয়স অকারণ বাড়তে থাকে
তবু আগুনে পোড়াই খাঁটি করি।
কথার মেরুদন্ড গড়ি যেন
ওরা নিজেরা নিজের মতো হাঁটে
আর কথাগুলো যেন হয় কথার মতো ॥